আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৩৩

বঙ্গবন্ধুর হত্যাকারী রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেয়ার আশ্বাস যুক্তরাষ্ট্রের মার্কিন উপমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে বসবাসরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান। বুধবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সাথে এক বৈঠকে বঙ্গবন্ধুর হত্যাকারীকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গ উঠলে মার্কিন মন্ত্রী এ কথা বলেন।

এ ব্যাপারে (বঙ্গবন্ধুর হত্যাকারীকে ফিরিয়ে দেয়া) মার্কিন উপ-মন্ত্রী বিগান সহায়তা করার আশ্বাস দিয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলম আসন্ন ‘স্প্রিং সেশনে’ যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদের ভিসা দেয়া পুনরায় শুরু করার ব্যাপারে মার্কিন উপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এসময় মার্কিন উপমন্ত্রী বিগান জানান, তারা যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে দূতাবাসের মাধ্যমে দ্রত ভিসা প্রক্রিয়া শুরু করার বিষয়টি বিবেচনা করছেন।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেছেন, উভয় দেশই নিউইয়র্কের সাথে বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে একত্রে কাজ করবেন। এছাড়াও বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জনস্বাস্থ্য সহযোগিতা, কৃষি ও জ্বালানি সহযোগিতাসহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান, পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব পাবলিক প্রাইভেট পার্টনারশিপের সিইওসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের দ্বিতীয় ভাগে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগের উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।

আরো সংবাদ