আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:২৭

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ২০ কিলোমিটার যানজট

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের জোকারচরে সড়ক দুর্ঘটনার কারণে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। 

জানা গেছে, সোমবার রাত ৩টার দিকে জোকারচরে দুই ট্রাকের সংঘর্ষে চারজন আহত হন। মহাসড়কের উপর দুই ট্রাক দুর্ঘটনার কবলে পড়লে রাস্তার দুইপাশে শত শত গাড়ি আটকে যায়। সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইলের রসুলপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। সকাল ৯টার দিকে রেকার দিয়ে গাড়ি সরিয়ে নেওয়া হয়। এরপর সেতুর উপর দিয়ে ধীরে ধীরে গাড়ি চলাচল করছে।  

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু-পূর্ব ট্রাফিক বিভাগের পরিদর্শক  ইফতেখার নাসির রোকন জানান, ঘন কুয়াশার কারণে রাত ৩টার দিকে দুই ট্রাকের সংঘর্ষে রাস্তা বন্ধ হয়ে যায়। রাস্তার এক পাশ বন্ধ রেখে অপর পাশ খোলা হয়। একারণে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তাছাড়া যানজটের কারণে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি সরানো কঠিন হয়ে পড়ে। সকাল ৯টার দিকে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নেওয়া হয়। 

যানজটমুক্ত হলেও অতিরিক্ত গাড়ির চাপের কারণে ধীর গতিতে গাড়ি চলছে। বেলা ১২টার দিকে মহাসড়কের  স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতে পারবে বলে জানান তিনি। 

আরো সংবাদ