আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৩৪

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, তিন জেলে নিখোঁজ

পুর্ব-সুন্দরবনের দুবলার চর সংলগ্ন বঙ্গোপসাগরে শুক্রবার গভীর রাতে ঝড়ের কবলে পড়ে ১৮টি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া এসব ট্রলারের জেলেরা সাতরিয়ে অন্য ট্রলারে ওটে আসলেও মফিজুল শেখ(২৮), শাহীন (৩৫) ও মিজানুর রহমান (৩০) নামের তিন জেলে নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে বনবিভাগ ও কোস্ট জোর চেষ্টা চালাচ্ছে।

দুবলা পল্লীর শুটকী ব্যবসায়ী ও জেলে মহাজন (বহদ্দার) তাহের সেখ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জানান, শুক্রবার দিনব্যাপী আবহাওয়া খারাপ ছিলো। রাত ১১টার দিকে হঠাৎ করে সাগর উত্তাল হয়ে প্রায় আধা ঘন্টার ঝড়ে দুবলার শুটকী পল্লীর ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমান আনুমানিক দুই কোটি টাকা হবে। আর সাগরে থাকা ১৮টি ট্রলার ডুবে যায়।

এতে বাগেরহাট রামপাল উপজেলা বকুলতলা এলাকার মফিজুল, গিলেতলা এলাকার শাহীন ও সাতক্ষীরা এলাকার মজিানুর রহমান নামে তিন জেলে নিখোঁজ হয়। বাগেরহাট পুর্ব-সুন্দরবন বিভাগের ডিএফও মোহাম্মাদ বেলায়েত হোসেন জানান, আকস্মিক ঝড়ে পড়ে ১৮টি ট্রলার ডুবে গেছে বলে দুবারচর ফরেস্ট অফিস নিশ্চিত করেছে। এতে দুইজন জেলে নিখোঁজ হয়েছে। শনিবার সকাল থেকে বন বিভাগ ও মোংলা কোস্টগার্ড পশ্চিমজোনের সদস্যরা যৌথভাবে তল্লাশি অভিযান করছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত