ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মধ্যরাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক বন্ধু আরেক বন্ধুকে খুন করেছে। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রোববার মধ্যরাতে উপজেলার ফয়লা মাস্টার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান (২৪) ওই এলাকার সফর আলীর ছেলে।
কালীগঞ্জ থানার পুলিশ রাতেই ঘাতক বন্ধু আকরাম হোসেনকে আটক করেছে। আটক আকরাম হোসেন হলেন একই এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে। রোববার সকালে নিহতের মা দুইজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।