নাজিম উদ্দীন জনি: মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক (বর্তমানে অকেজো) ও একটি ৭৫/২৪ মিলিমিটার মাউন্টেন হাউটজার গান উপহার স্বরুপ বাংলাদেশকে দিয়েছে ভারত।
মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সকালে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এগুলো হস্তান্তর করে।
উক্ত টি-৫৫ ট্যাংক ও ৭৫/২৪ মিঃমিঃ মাউন্টেন হাউটজার গান হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, কর্নেল আশরাফ এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, কর্নেল বিতিয়ন।
ট্যাংকটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের নিকট ও ৭৫/২৪ মিঃমিঃ মাউন্টেন হাউটজার গানটি সিওডি, ঢাকা সেনানিবাসে হস্তান্তর করা হবে বলে জানা যায়।
ট্যাংক ও হাউটজার গান বেনাপোল স্থল বন্দর হয়ে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে যথাক্রমে বাংলাদেশ জাদুঘর, শাহাবাগ, ঢাকায় এবং সিওডি, ঢাকা সেনানিবাসে পৌঁছানো হবে নিশ্চিত করেছেন কর্নেল আশরাফ।