আজ - সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:২১

বাংলাদেশ প্রসঙ্গ টেনে ভারত সরকারকে ধুয়ে দিলেন কাশ্মীরের নেতা

বাংলাদেশ প্রসঙ্গ টেনে ভারত সরকারকে ধুয়ে দিয়েছেন জম্মু-কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। রোববার (০১ ডিসেম্বর) জম্মুতে সাংবাদিকদের কাছে সম্প্রতি উত্তর প্রদেশের সাম্ভালে মসজিদকে ঘিরে সহিংসতার বিষয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতে যদি সংখ্যালঘুদের সঙ্গে একই আচরণ করা হয়, তবে দুই দেশের মধ্যে পার্থক্য কোথায়? আমি কোনো পার্থক্য খুঁজে পাই না।’
জম্মু-কাশ্মীরের সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ আমি আশঙ্কা করছি যে, ১৯৪৭ সালের পরিস্থিতির দিকে আমাদের ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। যুবকরা যখন চাকরির কথা বলে, তখন তারা তা পায় না। ভালো হাসপাতাল-শিক্ষাব্যবস্থা নেই। রাস্তার অবস্থা উন্নত না করে মন্দির খোঁজার জন্য মসজিদ ভাঙার চেষ্টা চলছে।’
সাম্ভালের ঘটনাকে খুবই দুর্ভাগ্যজনক উল্লেখ করে মেহবুবা মুফতি বলেন, সেখানে কেউ কেউ দোকানে কাজ করছিলেন, তাদেরও গুলি করা হয়েছে। প্রসঙ্গত, উত্তর প্রদেশের সাম্ভালে মন্দির থাকার দাবির ভিত্তিতে শাহি জামে মসজিদে জরিপের সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়। আহতদের মধ্যে পুলিশের সদস্য ও কর্মকর্তারাও ছিলেন। পরে রাজস্থানের আজমিরে সুফি দার্শনিক মইনুদ্দিন চিশতির দরগা ঘিরেও একই বিতর্ক শুরু হয়েছে।
এদিন আজমিরে বিষয়টি উল্লেখ করে মেহবুবা মুফতি বলেন, ‘আজমির শরীফ দরগাহ, যেখানে সব ধর্মের মানুষ প্রার্থনা করেন। এটা ভ্রাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ। এখন মন্দির খোঁজার জন্য সেটির নিচেও খননের চেষ্টা চলছে।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত