আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৬:৫৮

বাঘারপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

যশোরের বাঘারপাড়ায় শুক্রবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার সময় রায়পুর ইউনিয়নের ভদ্রডাঙ্গা গ্রামের বৈদ্যুতিক শর্ট সার্কিট এর কারনে সহদর দুই ভাই-বোন মর্মান্তিকভাবে নিহত হয়েছে।

 

নিহত দুই ভাই – বোন বাঘারপাড়া রায়পুর ইউনিয়নের ভদ্রডাঙ্গা গ্রামে মোঃ কবির হোসেনের সন্তান। একই সংগে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর কারনে মর্মান্তিকভাবে নিহত হয়েছে। নিহত ভাই-বোনদ্বয় হল মোঃ আকাশ হোসেন(১০) ও মোসাঃ সামিয়া খাতুন(০৫)।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, মোঃ কবির হোসেনের বাড়ির তাদের ছাদে তার দুই সন্তান খেলার সময় ছাদে অবস্থিত সাইন বোর্ডে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হলে তাদেরকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন। বাঘারপাড়া থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত