আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৩:২৫

বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল উন্মোচিত

২০২২ কাতার বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘আল রিহলা’ উন্মোচন করা হয়েছে। ফিফা বিশ্বকাপের জন্য এনিয়ে ১৪তম সফল বল তৈরী করার কৃতিত্ব দেখালো বিশ্ব ক্রীড়াঙ্গনের সামগ্রী প্রস্তুতকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এডিডাস।
কাতার বিশ্বকাপের জন্য এডিডাস ডে বলটি তৈরী করেছে তা অন্য সব বিশ্বকাপের চেয়ে দ্রুতগতিতে চলতে পারে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবী জানানো হয়েছে। বলটি একইসাথে উচ্চ গতিসম্পন্ন। এ্যারাবিক শব্দ ‘আল রিহলার অর্থ হচ্ছে ‘ভ্রমন’। বলটি কাতারের পতাকা, নির্মানশৈলী ও আইকনিক নৌকার থেকে অনুপ্রানীত হয়ে তৈরী করা হয়েছে। বিশ্বকাপের প্রথম দল হিসেবে পানির জন্য সহনীয় কালি ও আঠা দিয়ে বলটি তৈরী করা হয়েছে। পরিবেশকে মূলমন্ত্র হিসেবে ধরে বলটি ডিজাইন করা হয়েছে।
বলটির আকারেও কিছুটা ভিন্নতা আনা হয়েছে যা মাঠের গতির সাথে সামঞ্জস্যপূর্ণ। বলটি উচ্চ মাত্রার সঠিকতা ও মাঠের সাথে পুরোপুরি মানিয়ে নেবার মত ক্ষমতাসম্পন্ন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত