আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৫৪

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে।

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ লাখের বেশি মানুষ। তবে, সুস্থ হয়েছেন সাড়ে ১৫ লাখের বেশি মানুষ।

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের মোট মৃত্যু ৮২ হাজারের বেশি। আক্রান্ত প্রায় ১৪ লাখ। তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের লকডাউন তুলে নিলে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে বলে সতর্ক করেছেন হোয়াই হাউজের স্বাস্থ্য বিষয়ক টাস্ক ফোর্সের পরামর্শদাতা অ্যান্থনি ফাউসি। মঙ্গলবার সিনেটে করোনা পরিস্থিতি নিয়ে সাক্ষ্য দেয়ার সসময় এ সতর্কবার্তা দেন তিনি।

এদিকে স্পেন, ও ইতালিতে কমেছে মৃত্যুর হার। তবে, যুক্তরাজ্যে গত দিনের থেকে বেড়েছে মৃতের সংখ্যা। একদিনে দেশটিতে মারা গেছে ৬২৭ জন। একদিন আগে এ সংখ্যা ছিল ২১০ জন।

রাশিয়ায় মৃত্যুর হার কম হলেও, আক্রান্তের সংখ্যা বেশি। মোট আক্রান্ত ২ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্রও। এরইমধ্যে দেশটিতে আজ থেকে শিথিল হচ্ছে লকডাউন।

অন্যদিকে, চীনের উহানে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় সেখানকার ১ কোটি ১০ লাখ বাসিন্দার সবার করোনা পরীক্ষা করার পরিকল্পনা নেয়া হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত