ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের ৬১টি সোনার বারসহ তিন ‘পাচারকারীকে’ আটক করেছে বিজিবি। যার ওজন ১৩ কেজি ১৪৩ গ্রাম এবং মূল্য ধরা হয়েছে ১১ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকা। এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
মঙ্গলবার বিকেলে কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রিজ নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটক তিনজন হলো- নড়াইল জেলার লোহাগড়া থানার বড়দিয়া গ্রামের আলেক মোল্লার ছেলে জাহিদুর রহমান (৪৫), একই থানার মঙ্গলপুর গ্রামের ইনসান কাজীর ছেলে হৃত্তিক কাজী (২০) এবং যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইউনুচ আলীর ছেলে বেল্লাল হোসেন (২৩)।
বিজিবি সূত্রে জানা গেছে, কায়বা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনার বার পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন সংবাদে বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহলদল কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রিজ নামক স্থানে অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলসহ তিনজন ‘পাচারকারীকে’ থামতে বললে তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করে।
এসময় বিজিবি ধাওয়া করে তাদের মোটরসাইকেলসহ জব্দ করে। পরে মোটরসাইকেলটি বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৬১ পিস সোনার বার জব্দ করা হয়। যার ওজন ১৩ কেজি ১৪৩ গ্রাম এবং সিজার মূল্য ১১ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, আটক তিন পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ সোনা ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।
তিনি আরো জানান, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ৩১ জন আসামিসহ মোট ৯৬ কেজি ১৪ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। যার মূল্য ৭৬ কোটি ১১ লাখ ১৯ হাজার ৯৪৫ টাকা। চোরাচালান প্রতিরোধে ২১ খুলনা বিজিবি ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে।