আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৪৪

বৈরুতে বিস্ফোরণে আহত বাংলাদেশী ২০ নৌ-সেনা আশঙ্কামুক্ত

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর আহত ২০ সদস্য আশঙ্কামুক্ত। ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১১ জন। গণমাধ্যমকে এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছে আইএসপিআর।

এদিকে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ জনে। আহত হয়েছে চার হাজারের বেশি মানুষ। এ ঘটনায় ওই এলাকার বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার বিকালে বৈরুতের বন্দর এলাকার ওই বিস্ফোরণে পুরো বৈরুত শহর ভূমিকম্পের মত কেঁপে ওঠে। ঘটনা তদন্তের জন্য বেশ কয়েকজন বন্দর কর্মকর্তাকে গৃহবন্দি রাখা হয়েছে বলে জানিয়েছে লেবানন সরকার। দেশটিতে এরই মধ্যে দুই সপ্তাহের জরুরি অবস্থা শুরু হয়েছে।

আরো সংবাদ