আজ - বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৩:০৬

ব্রাজিলের অনুশীলনের সময় হাতাহাতিতে জড়িয়েছে দুই তারকা ফুটবলার

অনুশীলন করার সময় হাতাহাতিতে জড়িয়েছেন ব্রাজিলের দুই তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসন! জাপানের বিপক্ষে মাঠে নামার আগে এমন অদ্ভুত সংবাদের শিরোনাম হলো ব্রাজিল দল। এরই মধ্যে হাতাহাতির কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, কিছু একটা নিয়ে তর্ক চলছে ভিনিসিয়ুস ও রিচার্লিসনের মধ্যে। এরপর তারা রাগে গজরাতে গজরাতে একে অন্যের শার্ট টেনে ধরেন। তাদের এমন কাণ্ডে হতবাক পিএসজি তারকা নেইমার জুনিয়র ছুটে আসেন ঝগড়া থামাতে। তার সঙ্গে যোগ দেন বার্সেলোনার রাইট-ব্যাক দানি আলভেসও।

নেইমার-আলভেসদের চেষ্টা সত্ত্বেও রিচার্লিসন আরও আগ্রাসী হয়ে ওঠেন। নেইমারের হাত ছাড়িয়ে ভিনিসিয়ুসের গলা চেপে ধরেন এভারটনের উইঙ্গার। এরপর বাকিরা মিলে তাদের জোর করে আলাদা করেন এবং দূরে সরিয়ে নিয়ে যান। ছবিগুলো প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের এক প্রতিবেদনে বলা হয়, জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলন করছিল ব্রাজিল দল। এর মধ্যেই ঘটে ওই অপ্রীতিকর ঘটনা। তবে ঘটনার সূত্রপাত কী তা এখনও পরিষ্কার নয়।

 

খানজাহান আলী / শ / ব্রাজিল

আরো সংবাদ