আজ - সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৮:৫৮

ভারতকে গুঁড়িয়ে ফাইনালে ইংল্যান্ড

অতীতের সকল ইতিহাস পাল্টে ভারতের বিরুদ্ধে হেসে খেলে ম্যাচ জিতে নিলো ইংল্যান্ড। অ্যাডিলেটে এর আগে ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যারা টসে জিতেছে তারাই ম্যাচ হেরেছে। সে হিসেবে আজ ভারত টস হারলে সমর্থকরা ধরেই নিয়েছিল ভারত ম্যাচটি জিতে ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে।

কিন্তু হেলস-বাটলারের ব্যাটে ভারতের সকল স্বপ্ন গুড়িয়ে ফাইনালে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী হিসেবে এখন ইংল্যান্ড।

ভারতের দেয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হেলস-বাটলার দু’জনেই শেষ করেন খেলা। ২৪ বল হাতে রেখেই নির্ধারিত ১৬৯ রানের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

হেলস অপরাজিত থাকেন ৪৭ বলে ৮৬ রান ও বাটলার ৩৯ বলে ৮০ রান করে।

এর আগে, কোহলির দায়িত্বশীল ফিফটি ও শেষ দিকে পান্ডিয়ার ঝড়ো ৬৩ রানের ইনিংসে শুরুর বিপর্যয় কাটিয়ে বড় সংগ্রহ করেছে ভারত। শুরুতে রাহুল, রোহিত ও ইনফর্মে থাকা সূর্য কুমার যাদবের উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া ভারত, ভিরাট কোহলির পঞ্চাশ ও শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ঝড়ে ১৬৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।

৩৩ বলে ৬৩ রানের টর্নেডো ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া যার মধ্যে ৫ বিশাল ছক্কা ও ৪ টি চারের মার মেরেছিলেন । ভিরাট কোহলি ৪০ বলে ৫০ রানের দায়িত্বশীল ইনিংস উপহার দেন। এর আগে, লিভিংষ্টনের বলে কাভারে চার মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ভিরাট কোহলি। চলতি আসরে ৪ টি ফিফটি করেছেন ভিরাট।

ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্দান ৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে পেয়েছেন মূল্যবান ৩ টি উইকেট। আদিল রশিদ ৪ ওভারে ২০ রান দিয়ে পেয়েছেন টি-টোয়েন্টির সেরা ব্যাটার সূর্য কুমার যাদবের উইকেট।

 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত