আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:২০

ভারতে নিষিদ্ধ পাবজি, অভিভাবকরা খুশি, হতাশ সন্তানরা

তুমুল জনপ্রিয় ভিডিও গেইম পাবজি ভারতে নিষিদ্ধ করা হয়েছে। গেইমটি নিষিদ্ধের পর থেকেই একধরনের হতাশায় ভুগতে শুরু করেছেন গেইমরারা। তবে গেইমটি নিষিদ্ধ করায় সরকারকে ধন্যবাদ দিয়ে উচ্ছাস ও খুশি প্রকাশ করেছেন দেশটির অনেক অভিভাবক।

মূলত দেশটিতে আবারও নেমে এসেছে চীনা অ্যাপের উপর খড়গ। দেশটিতে এবার ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। যার তালিকায় রযেছে পাবজি।

গত জুন মাসে দেশ দুটির মধ্যে সীমান্ত বিরোধের জের ধরে ভারতে জনপ্রিয়সহ ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। চলতি সপ্তাহে আবারও লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্তে সেনাদের মুখোমুখি অবস্থান এবং ভারতীয় এক সেনা নিহতের পর পুনরায় এমন পদক্ষেপ নিল ভারত।

চীনের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের কাছে নিশ্চিত ও বিশ্বস্ত তথ্য ছিল চীনের এসব অ্যাপ ভারত সরকারের স্বার্থ বিরোধী ছিল।

তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিভিন্ন সূত্র থেকে বেশকিছু অভিযোগ পেয়েছে এসব অ্যাপের ব্যাপারে। এমনকি এসব অ্যাপ গ্রাহকদের ডেটা নিয়ে ভারতের বাইরে কোথাও পাচার করছিল। এমনকি এসব অ্যাপ অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্লাটফর্মের নীতিমালা ভঙ্গ করে অপব্যবহার হচ্ছিল।

ডেটা পাচারের এমন অভিযোগ গুরুতর হিসেবেই দেখছে ভারত সরকার। এসব অভিযোগ থেকেই তারা মনে করে, অ্যাপগুলো যেসব কাজ করছে সেটা দেশের নিরাপত্তা ও সার্বোভোমত্বের জন্য হুমকি। এমনকি এসব অ্যাপ দেশের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করতে কাজ করতে পারে। তাই যত দ্রুত সম্ভব এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। এমনটিই ওই বিবৃতিতে জানিয়েছে ভারতের তথ্য মন্ত্রণালয়।

এর আগে সীমান্তে উত্তেজনা ও সংঘর্ষের পর ভারতে টিকটকসহ ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। এবার সেই তালিকা আরও বড় হয়েছে। একই সঙ্গে পাবজির মতো তুমুল জনপ্রিয় গেইমও সেখানে স্থান পেয়েছে।

 

আরো সংবাদ