আজ - মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১১:০৭

ভারত-পাকিস্তানেও প্রধানমন্ত্রীর প্রশংসা হচ্ছে: তথ্যমন্ত্রী

আজ রোববার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে সেখানে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ভারতের সব গণমাধ্যমে, রাজনৈতিক সভা-সমিতি, বুদ্ধিজীবীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা হচ্ছে। শুধু ভারতে নয়, পাকিস্তানেও প্রশংসা হচ্ছে।
রোববার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আইএমএফ’র সাম্প্রতিক প্রতিবেদন ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক’র প্রতিবেদন অনুযায়ী, এ বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, যা বিশ্বের বেশ কিছু ভালো প্রবৃদ্ধির দেশের মধ্যে অন্যতম। আইএমএফ আরো জানিয়েছে, এ বছরের শেষে মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে যাবে। অথচ বাংলাদেশে যারা অর্থনৈতিক সমীক্ষা নিয়ে কাজ করেন, অর্থনীতি নিয়ে গবেষণা করেন, তাদের মুখে এ বিষয়ে কোনো বক্তব্য দেখতে পাইনি।
তিনি বলেন, আইএমএফ কিম্বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা কোনো পত্রিকা যদি ছিটেফোঁটা নেতিবাচক প্রতিবেদনও দিতো, তাহলে দেখতে পেতেন এতদিনে তাদের বক্তব্যে সব টেলিভিশন তোলপাড় হয়ে যেতো।
তথ্যমন্ত্রী বলেন, যে ইতিবাচক প্রতিবেদন নিয়ে ভারত জুড়ে এতো প্রশংসা, অথচ দেশের গবেষকরা এতে নিশ্চুপ। এতে প্রশ্ন আসে, দেশে ভালো কিছু হলে তারা আদৌ খুশি হন কি না। তারা কী আসলে দেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করার জন্য গবেষণা করেন। ইতিবাচক কোনো প্রতিবেদন হলে তারা নিশ্চুপ থাকে কেন -এটি অনেকেরই প্রশ্ন।
এ সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তির বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে হাছান মাহমুদ বলেন, ‘হজরত মুহাম্মদ (সা.)–কে অবমাননাকর কোনো কিছু আমরা কোনোভাবেই সমর্থন করি না। অতীতেও এ ধরনের ধর্মীয় আঘাতের প্রতিবাদ করা হয়েছে। কোনো ধর্মের অনুভূতিতেই আঘাত দেওয়া কখনোই সমীচীন নয়। পাটগ্রামের ঘটনার ব্যাপারেও সরকার পদক্ষেপ নিয়েছে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনাও কোনোভাবে সমর্থনযোগ্য নয়। পৈশাচিক ঘটনা যারা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর।’
খুলনা জেলার ডেপুটি কমিশনার মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে খুলনা-১ আসনের সাংসদ পঞ্চানন বিশ্বাস ও খুলনা বিভাগীয় কমিশনার মু. আনোয়ার হোসেন হাওলাদার সম্মানিত অতিথি এবং খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ প্রমুখ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন।

আরো সংবাদ