আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৩:৪৮

ভারত-পাকিস্তানে তীব্র তাপদাহ, রেড অ্যালার্ট জারি

তীব্র তাপদাহে নাকাল হয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের মানুষ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে তাপমাত্রা ৪৭ ডিগ্রি পর্যন্ত উঠেছে। এ ছাড়া দেশটির উত্তরাঞ্চলের অনেক জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

রাজস্থানের মতো মরুভূমি এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। রাজ্যটির ধোলপুর জেলায় গত শনিবার সর্বোচ্চ ৪৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়বে। খবর এনডিটিভি ও জিও নিউজের।

পাকিস্তানের অবস্থা আরও ভয়াবহ। দেশটির সিন্ধু প্রদেশের জ্যাকোবাবাদে তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

সিন্ধু প্রদেশের তিনটি শহরে শনিবার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ছিল। এ ছাড়া প্রদেশের নবাবশাহ শহরে ৫০ দশমিক ৫ ও মহেঞ্জোদারো শহরে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র তাপদাহে দুই দেশেই মানুষের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে।

 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত