আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:৫৫

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহের ভালুকায় এক ট্রাকের পেছনে পিকআপভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপের ড্রাইভার ও হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়। শনিবার ভোর সাড়ে ৪টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার কাঁঠালী পল্লী বিদ্যুতের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঁঠালী পল্লী বিদ্যুতের সামনে ঢাকাগামী একটি চলন্ত ট্রাকের পেছনে একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে পিকআপের ড্রাইভার নেত্রকোনা জেলার সনুরা গ্রামের মো. সদর আলীর ছেলে কাউসার শেখ (২৫) ও নেত্রকোনা জেলার যুগাটি গ্রামের মৃত চান মিয়ার ছেলে পিকআপের মালিক কাম হেলপার ইমরান (২৬) নিহত হন। সকালে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস নিহতদের লাশ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ মশিউর রহমান জানান, নিহত পিকআপের ড্রাইভার ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। নিহতদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত