আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪৯

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার সিধুলী  ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতেরা হচ্ছেন- বীর লোটাবর গ্রামের মন্টু (২৩) চরলোটাবর গ্রামের রাজু (৩২) ও হাটবাড়ী গ্রামের এলিম (৫০)।

মাদারগঞ্জ পল্লী বিদ্যু জোনাল অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার কালিবাড়ি বাজারের পাশে মিন্টুর নির্মাণাধীন বাড়ির বেড়া সরাতে একই গ্রামের ব্যবসায়ী রাজু ও দিনমজুর এলিমকে ডেকে নিয়ে যান মিন্টু। বেড়া সরানোর এক পর্যায়ে পল্লী বিদ্যুতের তারের সঙ্গে বেড়ার সংস্পর্শ লেগে মিন্টু, রাজু ও এলিম তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। দুইজন ঘটনাস্থলে মারা যান। অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। 

মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি ম্যানেজার জসিম উদ্দিন বলেন, অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত