আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৫৪

মালয়েশিয়ায় মৃত্যুর রেকর্ড

মালয়েশিয়ায় করোনায় মৃত্যুর এ যাবৎকালের সব রেকর্ড ভেঙে ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৪১ জনে।মালয়েশিয়ায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এর আগে একদিনে এত মৃত্যু আগে কখনও দেখেনি মালয়েশিয়া। দেশটিতে নতুন নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর থেকে লাফিয়ে লাফিয়ে ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৯৮৫ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৫১ হাজার ৮৮৪ জনে এবং গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৯০২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৮ হাজার ৯৫৫ জন।

স্থানীয় সময় বুধবার (২১ জুলাই) দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. নূর হিশাম আব্দুল্লাহ কোভিড-১৯ এর নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি অনুরোধ জানিয়ে ডা. নূর হিশাম আব্দুল্লাহ বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, যে হারে রোগী বাড়ছে তাতে যতই হাসপাতালের বেড বাড়ানো হয় তাতে রোগীর জায়গা দেওয়া সম্ভব হবে না।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত