আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৬:৪১

মিরাজের ঘূর্ণিতে কাঁপছে ওয়েস্ট ইন্ডিজ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারিদের জয়ের জন্য পাহাড়সম টার্গেট দিয়ে বাংলাদেশ। সে লক্ষ্যে ভালোই শুরু করেছিলেন সফরকারী দলের দুই ওপেনার ক্রেগ ব্রাফেট ও জন ক্যাম্পবেল। কিন্তু ১৭তম ওভারের প্রথম বলে ক্যাম্পবেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। নিজের পরের ওভারে ব্রাফেটকেও তুলে নেন এ অলরাউন্ডার। এরপর শেন মোজলিকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

এক বছরের বেশি সময় পর টেস্টে ফিরলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ খেলছে স্বাগতিক বাংলাদেশ। সেই সঙ্গে মিরাজ যেন পুরো ফর্মে আছেন। বাংলাদেশের প্রথম ইনিংসে আট নম্বরে ব্যাট করতে নেমেও সেঞ্চুরি তুলে নেন খুলনার এই তরুণ অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে নিয়েছিলেন দলের হয়ে সর্বোচ্চ উইকেট (৪/৫৮)।

এবার সফরকারী দলের দ্বিতীয় ইনিংসে প্রথম আঘাতও এল মিরাজের ঘূর্ণি থেকে। মিরাজকে সুইপ করতে গিয়ে ব্যাটে পাননি ক্যাম্পবেল (২৩)। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। পরের ওভারে ব্রাফেটকে (২০) শর্ট লেগে বদলি ফিল্ডার ইয়াসির আলীর ক্যাচে পরিণত করেন মিরাজ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ৫৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করছেন এনক্রুমা বোনার ও কাইল মায়ার্স। ৩টি উইকেটই নিয়েছেন মিরাজ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত