আজ - মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১১:৪৮

মেম্বরের বাড়ি বিয়ের দাবিতে নারীর অবস্থান।

স্ত্রী’র স্বীকৃতির দাবিতে এবার এক নারী ইউপি সদস্যের বাড়িতে অবস্থান করছেন। রোববার বিকেল পর্যন্ত দু’দিন ধরে ওই নারী ঝিনাইদহ কালীগঞ্জের সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সজল বিশ্বাসের বাড়িতে অবস্থান করছে। শনিবার সন্ধ্যার আগে ওই নারী সজল বিশ^াসের বাড়িতে আসেন। এদিকে ওই নারী আসার পর থেকে সজল বিশ^াস লাপাত্তা রয়েছে। সে খয়েরতলা গ্রামের ঝন্টু বিশ্বাসের ছেলে। ঘটনাটি জানার পর কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

কালীগঞ্জ উপজেলার মহাদেবপুর গ্রামের ভুক্তভোগী ওই নারী জানান, দুই বছর আগে প্রেমজ সম্পর্কের কারণে সজল তাকে বিয়ে করেন। এরপর সজল তার স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে না উঠিয়ে কোটচাঁদপুরে বলরামপুর গ্রামের একটি ভাড়া বাড়িতে তোলেন। সেখানে কিছুদিন সংসার করার পর সজল তাকে ডিভোর্স দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর তার পরিবার তাকে অন্যত্র দিয়ে দেয়। কিন্তু তার ৬ মাস না পেরতে সজল আবারও তাকে ফুসলিয়ে বিয়ে করে একটি ভাড়া বাসায় তোলেন। তখন তিনি সজলের নিজ বাড়িতে যাবার জন্য চাপ দিলে ঘোরাতে থাকে। শেষে কোন উপায় না পেয়ে সজলের খয়েরতলার বাড়িতে গিয়ে উঠেছেন।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার ওই নারী আগে সজলের বাড়িতে আসেন। সে সময়ে সজল বাড়িতে ছিলেন না। বাসার সামনে গেটে তালা মারা ছিল। তখন ওই নারী ছাদে উঠে সিড়ির গেট খুলে ভেতরে প্রবেশ করে। সেই থেকেই ওই নারী বাড়িতে একা অবস্থান করছেন। স্থানীয় আরো জানায়, তারা শুনেছেন সনাতন ধর্মের ওই নারী বিয়ের পর তার ধর্ম পরিবর্তন করেছেন। সে এখন পর্ষন্ত স্ত্রীর স্বীকৃতির দাবিতে ওই বাড়ির মধ্যে অবস্থান করছেন।

এদিকে ওই নারীর বিষয়টি জানতে ইউপি সদস্য সজল বিশ্বাসের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে ওই নারী সজলের বাড়ির মধ্যে অবস্থান করছে। তিনি আইনি সহযোগিতা চাইলে পুলিশ ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২ জুন কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামে যশোর মণিরামপুরের এক কিশোরী এসে স্ত্রীর দাবিতে অনশন করেছিল।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত