আজ - রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:৩৪

মেসির জাদুতে দাপুটে জয় বার্সেলোনার

দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা ছাড়তে চেয়েও নানা নাটকীয়তার পর অবশেষে বার্সায়ই থেকে গেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ইতোমধ্যেই ক্লাবটির হয়ে প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে মাঠে নেমে পড়েছেন এ ফুটবলার।

নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচেও জয় তুলে নিয়েছে মেসির বার্সেলোনা। আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের জোড়া গোলে জিরোনার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে কাতালান ক্লাবটি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) জিরোনার বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে দুই গোল করেন মেসি। ২১ মিনিটে রোনাল্ড কোম্যানের দলকে এগিয়ে দিয়েছিলেন ফিলিপ কৌতিনহো। মেসি ও নতুন চুক্তিভুক্ত ফ্রান্সিসকো ট্রিনকাওর মাঝ দিয়ে দুর্দান্ত দক্ষতায় গোলটি করেন ব্রাজিলিয়ান এ সুপারস্টার।

প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। গত মাসে ক্লাব ছাড়তে ব্যর্থ হওয়ার পর এটিই বার্সেলোনার হয়ে মেসির প্রথম গোল।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মিনিটখানেকের মধ্যেই জিরোনার হয়ে এক গোল পরিশোধ করেন স্যামু সিয়াজ। কিন্তু ৫১ মিনিটে বার্সা অধিনায়ক আবারও গোল করলে দলের জয় নিশ্চিত হয়। এবারও বক্সের বাইরে থেকে মেসির শক্তিশালী শট জালে জড়ায়।

শনিবার শেষ প্রস্তুতি ম্যাচে লা লিগায় উন্নীত দল এলচের মুখোমুখি হবে বার্সা। পরের সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়েই নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত