দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আন্তর্জাতিক শিরোপা জিতেছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। যার ফলে সর্বকালের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন তিনি। এছাড়া আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার পাশেও বসতে পারলেন মেসি।
ম্যারাডোনার ছেলের মতে, তার বাবার সঙ্গে তুলনা করায় অনেক ভুগতে হয়েছে মেসিকে। কারণ এতদিন আর্জেন্টিনার হয়ে কোনো আন্তর্জাতিক শিরোপা ছিল না তার। অবশেষে শিরোপা জেতায় মেসির জন্যও এটি একপ্রকার মুক্তি বলে মনে করেন ম্যারাডোনা জুনিয়র।
আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেছেন, ‘ম্যারাডোনা ম্যারাডোনাই ছিলেন। আর এখন মেসি মানে মেসিই। যারা মেসির সমালোচনা করে, তারা ফুটবল সম্পর্কে কিছুই বোঝে না। মেসিকে অনেক ভুগতে হয়েছে, আমার বাবার সঙ্গে তুলনা করায়।’
মেসির আন্তর্জাতিক শিরোপা জেতার বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, ‘মেসি শিরোপা জিতেছে। এটা সত্যিই অনেক বড় মুক্তি। ছেলেটার এটা প্রাপ্য। আমরা এটা জিতলাম, যখন আমার বাবা চলে গেলেন। আমি তাকে অনেক মিস করি। তার সঙ্গে বলা সব কথা মিস করি।’
এসময় আর্জেন্টিনার বর্তমান অধিনায়কের প্রশংসায় ম্যারাডোনা জুনিয়র বলেছেন, ‘আমি মেসির গুণমুগ্ধ। আমি তাকে ভালোবাসি। ফুটবল ইতিহাসে তার মানের আর কোনো ফুটবলার দেখা যায়নি। জাতীয় দলের হয়ে শিরোপা জেতায় সে অনেক খুশি। তাকে দেখে আমিও খুশি।’