আজ - রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:০৩

যশোরের শার্শায় নিজামপুরে ৮ দলীয় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২০

মো:নয়ন সরদার (শার্শা উপজেলা প্রতিনিধি) : যশোরের শার্শায় নিজামপুরে শেখ রাসেল সৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২০ খেলার শুভ উদ্ভোধন ৷ উদ্ভোধন ম্যাচে লাউতড়া ফুটবল একাদশ কেরালখালী ফুটবল একাদশকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

আজ মঙ্গলবার (০৮ ই ডিসেম্বর) বিকেলে নিজামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নান্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে কেরালখালীর ১০ ম্বর জার্সি পরিহিত খেলোয়ার জাকির হোসেন গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্থে পেলান্টি পেয়ে খেলা সমতায় ফিরিয়ে আনে লাউতড়া ফুটবল একাদশ ৷ এরপর ট্রাইবেকারে কেরালখালী ফুটবল একাদশকে ৪-১ গোলে পরাজিত করেন লাউতড়া ফুটবল একাদশ ৷

শেখ রাসেল সৃৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্ভোধন ম্যাচে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ,শার্শা উপজেলার ১১নং নিজামপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ ,আরো উপস্থিত ছিলেন নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব নাসির উদ্দীন ৷

এছাড়া উপস্থিত ছিলেন ,নিজামপুর ইউনিয়নের আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক জনাব আবু মুছা ও ৮নং ওয়ার্ন্ডের যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম , যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব শুকুর আলী ০৯নং ওয়ার্ন্ডের আওয়ামীলীগের সভাপতি লাল্টু মিয়া , সাধারণ সম্পাদক জনাব শাহাজান শিকদার,আওয়ামীলীগ নেতা সোহারফ হোসেন এবং নিজামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব নাসির উদ্দীন ৷ নিজামপুর ফুটবল একাদশের ও নিজামপুর খেলোয়ার সমিতির সভাপতি জনাব হাফিজুর রহমান সুজনসহ আরো অনেকে ৷

টুর্নামেন্ট পরিচালনা করেন , নিজামপুর ইউনিয়নের ছাত্রনেতা জনাব মামুন শিকদার ,গোলাম রসুল ,শাকিল খান , শাহাজালাল ৷

খেলাটি পরিচালনা(রেফ্রারি) করেন, জনাব হাবিব আহম্মেদ তার সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন রাকিব মিয়াজী ও জহির উদ্দীন ৷ ধারাভাষ্যের দায়িত্ব পালন করেন ,লক্ষণ সেন ও জনাব ইয়াসিন আহম্মেদ ৷

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত