আজ - বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৩:৪৭

যশোরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর উপর হামলার অভিযোগ

যশোর সদর উপজেলার ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। আর এই প্রচারণার প্রথম দিনেই উপজেলার আরবপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খন্দকার ফারুক হোসেন বাবুসহ তার দুই কর্মীকে মারপিট করা হয়েছে। সোমবার রাতে ইউনিয়নের পাড়দিয়া মালোপাড়ার মোড়ে এই ঘটনা ঘটে।

চেয়ারম্যন প্রার্থী ফারুক হোসেন বাবু অভিযোগ করেন, সোমবার মোটরসাইকেল প্রতীক বরাদ্দ পান তিনি। প্রতীক পাওয়ার পর নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি প্রচারণায় নামেন। রাতে পাড়দিয়া মালোপাড়ায় প্রচারণায় গেলে নৌকা প্রতীকের কর্মীরা তার ওপর হামলা করেন। এ সময় বাবুসহ তার দুই কর্মী রেজাউল ইসলাম ও রফিকুল ইসলাম আহত হন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুরসালিনুর রহমান জানান, আহত বর্তমানে আশঙ্কামুক্ত।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আরবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মীর আরশাদ আলী রহমান বলেন, কোন হামলার ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। নির্বাচনকে বিতর্কিত করতে আমার নেতাকর্মীদের জড়িয়ে এমন অপপ্রচার চালানো হচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত