যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় নয় জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এরমধ্যে রেড জোনে ৮ জন এবং ইয়োলো জোনে ১ জন। নয় জনের ৫ জন পুরুষ এবং ৪ জন মহিলা। যাদের মধ্যে যশোর সদর এ ৪ জন, কেশবপুর ১ জন, চুয়াডাঙ্গা ১ জন, ঝিনাইদাহ ১ জন, চৌগাছা ১ জন ও বাঘারপাড়ার ১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ৮৪ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত যশোরে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪১৭ জন।
যশোরে গত ২৪ ঘন্টায় ২৫ জন নতুন করে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে ছুটি নিয়েছে ২২ জন। এদিকে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে রেড জোনে ৬৭ জন এবং ইয়েলো জোনে ১৭ জন ভর্তি রয়েছে। যার মধ্যে আই সি ইউতে ১১ জন এবং এইচ ডি ইউতে ১০ জন। তবে ৭ দিনের পরিসংখ্যানে দেখা গেছে আক্রান্ত ও মৃত্যু অনেকটা কমে গেছে।