আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৩৬

যশোরে করেনায় আরো মৃত্যু ৪

যশোরে গত ২৪ ঘন্টায় করেনায় মারা গেছেন আরো ৪জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬৩ জনের। রোগীর সংখ্যা বৃদ্ধি কারণে সাজেদা ফাউন্ডেশনের সহায়তায় আরো ৪০টি বেড বৃদ্ধি করার কাজ করছে স্বাস্থ্যবিভাগ।

স্বাস্থ্যবিভাগের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ৪২০ জনের নমুনা পরীক্ষা করে ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪ জন। এরমধ্যে ২ জন যশোর জেনারেল হসপিটালে করোনা রেড জোনে, অপর দুইজন খুলনা মেডিকেল হসপিটালের করোনা রেড জোনে ভর্তি ছিলেন। বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আছে ১২০জন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বলেন, যশোর জেনারেল হসপিটালে দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি কারণে সাজেদা ফাউন্ডেশনের সহতায় আরো ৪০টি বেড বৃদ্ধি করার প্রস্তুতির কাজ চলছে। যাতে করে করোনা রোগীরা ভালোভাবে চিকিৎসা নিতে পারে।

এদিকে উচ্চ ঝুঁকির কারণে যশোরের পাঁচ পৌরসভা ও ৯টি ইউনিয়নে লকডাউন চলছে। তবে লকডাউন কার্যকরভাবে মানছে না সাধারণ মানুষ। প্রশাসন বলছে লকডাউন কার্যকর করতে আরো কঠোরতা আরোপ করা হবে। সেইসাথে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ তাদের।

আরো সংবাদ