আজ - শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৮:৩০

যশোরে করোনায় আরো একজনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৫টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫২ শতাংশ।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে পাঠানো তথ্যে জানা যায়, যশোরের ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পজেটিভ হয়েছে। এদিকে, যশোর জেনারেল হাসপাতালের ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় যশোরের মণিরামপুর উপজেলার রিজিয়া (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম জানিয়েছেন, জেনারেল হাসপাতালের রেড জোনে ১১, ইয়েলো জোনে ২৭ জন চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২৯ জানুযারি) ভোরে করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।

আরো সংবাদ