আজ - শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৫৬

যশোরে করোনায় একদিনে ৬ জনের মৃত্যু

করোনাভাইরাসের ভয়াবহ রূপটা দেখছে সীমান্তবর্তী জেলা যশোর। করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ২ জন ও উপসর্গে ৪ জন মারা গেছেন।

একই সময়ে জেলায় ৩২১ জনের নমুনা পরীক্ষায় ১৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪০ দশমিক ৪৯ শতাংশ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) যশোর সদর হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। প্রত্যেকের বাড়ি যশোরে। বর্তমানে হাসপাতালের রেড জোনে ১২, ইয়েলো জোনে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।

আরো সংবাদ