যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই জন পুরুষ ও একজন নারী রয়েছেন। একই সময়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার যশোরের ২৭৬ জনের নমুনা পরীক্ষায় ১০০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৬ দশমিক ২৩ শতাংশ।
রবিবার (৩০ জানুয়ারি) যশোর সদর হাসপাতালের উপসেবা-তত্ত্বাবধায়ক ফেরদৌসী ফেরদৌসী বেগম বলেন, গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালের ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে যশোরের দুইজন পুরুষ, যাদের বয়স যথাক্রমে ৭০ ও ৫০ বছর এবং ঝিনাইদহের একজন নারী যার বয়স ৬০ বছর। হাসপাতালের উপসেবা-তত্ত্বাবধায়ক বলেন, বর্তমানে হাসপাতালের রেড জোনে ১৯, ইয়েলো জোনে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন।