আজ - শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:১৮

যশোরে করোনা ও উপসর্গে আরো ২ জনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরো দু্ইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে জানানো হয়েছে- যশোরের ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালের ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় যশোরের একজন পুরুষ, যার বয়স ৭৪ ও এবং ঝিনাইদহের একজন নারী যার বয়স ৭৫ বছর, মোট দুইজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম জানিয়েছেন, জেনারেল হাসপাতালের রেড জোনে ১৬, ইয়েলো জোনে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় করোনায় একজন ও সাসপেক্টেড একজন মারা গেছেন।

আরো সংবাদ