আজ - সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৩:১৬

যশোরে চার দিনে টিকা নিয়েছেন ৪ হাজার ৯৩১ জন

প্রতিনিয়ত বাড়ছে টিকা গ্রহণকারীর সংখ্যা। ভীতি কাটিয়ে ও গুজবে কান না দিয়ে টিকা নিতে এখন অনলাইনে সুরক্ষা ডটকমে রেজিস্ট্রশন করছেন। রেজিস্ট্রেশনকারীরা নির্দিষ্ট দিনে ব্যাপক উৎসাহ নিয়ে লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন। গতকাল বুধবার যশোর জেলায় দুই হাজার ৪০২ জন সিনিয়র সিটিজেন ও সম্মুখযোদ্ধা করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ এক হাজার ৭৫৯ জন ও মহিলা ৬৫০ জন টিকা নিয়েছেন। জেলায় ১১টি কেন্দ্রে ৩৬ টিম টিকা প্রদান করছেন। অধিকাংশ টিকা কেন্দ্রে এ দিন আগের তিন দিনের চেয়ে বেশি ভিড় দেখা গেছে। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ‘যত দিন যাচ্ছে তাতই মানুষ সচেতন হচ্ছেন। ফলে প্রতিনিয়ত জেলায় টিকা নেওয়ার সংখ্যা বাড়ছে। জেলার কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে সকলে টিকা নিচ্ছেন।’
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, চতুর্থ দিন সন্ধ্যা পর্যন্ত জেলায় সর্বমোট ১৩ হাজার ৩৭৭ জন অনলাইনে নিবন্ধন করেছেন। এর মধ্যে জেলায় মোট চার হাজার ৯৩১ জন ইতিমধ্যে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন। এখনও আট হাজার ৪৪৬ জন টিকা নেওয়ার অপেক্ষায় আছেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় জানান, ‘চতুর্থ দিনে হাসপাতাল থেকে এক হাজার ২৫জন টিকা নিয়েছেন। এদিন জেলায় টিকা গ্রহণকারী কারো সমস্যার দেখা দেয়নি বা কোন সমস্যা নিয়ে এখন পর্যন্ত কেউ হাসপাতালে ভর্তি হয়নি। তবে টিকা নেওয়ার পরে শরীরে এলার্জি থাকায় যশোর জিলা স্কুলের শিক্ষক মণিরুজ্জামানের শরীরে র‌্যাশ বের হয়েছে। তিনি হাসপাতালে আসলে পরামর্শ দেওয়া হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত