আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৮:৪৬

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ভারতফেরত ক্যানসার রোগীর মৃত্যু

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ইমাদুল হক (৫৩) নামে ভারতফেরত এক পাসপোর্ট যাত্রী মারা গেছেন। শুক্রবার (৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ক্যানসার রোগে ভুগছিলেন।

ইমদাদুল হক নওগাঁর রাণীনগর উপজেলার ডাকাহারপাড়ার বারেক মোল্লার ছেলে।

বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক পলাশ কুমার দাশ জানান, ক্যানসারের চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ভারতে গিয়েছিলেন। ক্যানসারের শেষ স্টেজে থাকায় চিকিৎসকরা তাকে ফেরত পাঠান। গত ২৪ মে তিনি বেনাপোল বন্দর দিয়ে দেশে আসেন। এরপর রোগী হওয়ায় প্রশাসনের কর্মকর্তারা তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য বক্ষব্যাধি হাসপাতালে পাঠান। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থাতেই সন্ধ্যায় মারা যান। তিনি ও তার স্ত্রী করোনা নেগেটিভ ছিলেন। মৃত্যুর পর নিয়মানুযায়ী তার করোনা পরীক্ষার জন্য ফের নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, সরকারি বিধি মোতাবেক তার মরদেহ নওগাঁয় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ