আজ - মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৬:১৪

যশোরে ফেনসিডিলসহ আটক ৫

যশোরে পৃথক অভিযানে শার্শা ও বেনাপোল থানা পুলিশ ২১৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ পাঁচজনকে আটক করেছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে শার্শা বাস স্ট্যান্ড যাত্রী ছাউনির সামনে ও একই উপজেলার গড়িডাঙ্গা গ্রাম থেকে ফেনসিডিলসহ তাদের আটক করেন।

আটককৃতরা হলো- একই গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুজ্জামান ওরফে মনিরুল (৫০)ও গোলাম হোসেনের ছেলে আ. সালাম (৪৫). বেনাপোল তালশারি গ্রামের জামসেদের ছেলে রাশেদ, রাশেদ রহমান এবং ভবের বেড় গ্রামের বাবর আলীর ছেলে তৈয়েমুর(৫০)। জেলা পুলিশের মুখপাত্র ডিবির ওসি রুপন কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বেনাপোল থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মনিরুল সালামকে আটক করেছ।

পৃথক শার্শা থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১৬৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ রাসেল, তৈয়েমুর ও রাশেদ রহমানকে আটক করেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত