আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৩২

যশোরে ১১৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫

যশোরে করোনা শনাক্তের সংখ্যা কমতে শুরু করেছে।মৃত্যুও কমেছে কিছুটা। গত ২৪ ঘণ্টায় ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ।

তিনি জানান, নমুনার মধ্যে ১৬৮ জনের নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে, ৭ জনের খুলনা মেডিকেল কলেজ ল্যাবে এবং ১০২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নমুনায় ৬১ এবং সাতক্ষীরার নমুনায় ৫৫ জনের পজিটিভ এসেছে।

এদিকে, করোনা সংক্রমণের হার উর্ধ্বমুখি হওয়ায় তৃতীয় দফার বিধিনিষেধের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার (২৪ জুন) বেলা ১২টার পর জেলার সব বাজারঘাট, দোকানপাট বন্ধ হয়েছে গেছে। পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স ছাড়া সব গণপরিবহণ বন্ধ রয়েছে।

আরো সংবাদ