আজ - সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১০:১৫

যশোরে ২৪ ঘন্টায় করোনা উপসর্গে ৫ মৃত্যু, নতুন সনাক্ত ১৩৫

শাহারুল ইসলাম ফারদিন, যশোরঃ যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা: আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা: রেহেনেওয়াজ এই তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার ৫৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২৩.৫৬ শতাংশ।

শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ৯১ জন, কেশবপুরে ০ জন, ঝিকরগাছায় ১২ জন, অভয়নগরে ১৫ জন, মনিরামপুরে ৩ জন, বাঘারপাড়ায় ২ জন, শার্শায় ৭ জন এবং চৌগাছা উপজেলায় ৫ জন।

জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৯ হাজার ৫৬৪ জন, সুস্থ হয়েছে ১৬ হাজার ১৮২ জন। করোনা পজেটিভ রোগী মারা গেছে ৩৭৯ জন।

যশোর জেনারেল হাসপাতালে পাঁচ জন করোনায় মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৯৩ জন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত