করোনা প্রতিরোধে টিকা গ্রহণে মানুষের ভয় এক প্রকার কেটে গেছে। সকল বয়সী নারী-পুরুষ এখন ছুটছে টিকা কেন্দ্রে। শনিবার যশোরের আট উপজেলায় মোট তিন হাজার সাতশ’ নয়জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। এর মধ্যে শুধুমাত্র যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক হাজার আটশ’ ৬৯ জনকে টিকা প্রদান করে রেকর্ড সৃষ্টি করেছে স্বাস্থ্যবিভাগ।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, টিকা গ্রহণে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সবাই সুশৃঙ্খলভাবে টিকা নিচ্ছেন। অনেক বিশিষ্ট ব্যক্তি টিকা নেয়ায় মানুষের মধ্যে ভয় ও জড়তা কেটে গেছে। রেজিস্ট্রেশনের জন্য আলাদা বুথ চালু রয়েছে। স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা বজায় রাখছে। টিকা নেয়ার পর বিশ্রামের ব্যবস্থা আছে। স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক ব্যাপক প্রচারণাও চালানো হচ্ছে। এ কারণে প্রতিদিনই টিকা গ্রহীতার সংখ্যা বাড়ছে।