আজ - মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১১:৪৫

যশোর আরবপুরে ভাইকে কুপিয়ে হত্যা চেস্টা।

যশোর বিমানবন্দর সড়কে বাঁচতে শেখার সামনে জসিম উদ্দিন (৫৬) ও সবুজ (৩৩) নামে দুই সহোদ আর কে তার আরেক ভাই প্রাইভেট চাপা দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে এ ঘটনা ঘটে।
আহত জসীমউদ্দীন আরবপুর গ্রামের মৃত আব্দুর রবের পুত্র। সবুজ একই গ্রামের আহমদ আলী পুত্র। তারা দুজন আপন চাচাতো ভাই।
জসীমউদ্দীন জানিয়েছেন, তার আপন ভাই রেজাউল ও নাসিরের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে ওই দু’ভাই তাকে হত্যার পরিকল্পনা করে। গতকাল রাত ৭টার দিকে , তিনি (জসীমউদ্দীন) চাচাতো ভাই সবুজকে নিয়ে শহর থেকে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন । পথিমধ্যে বিমানবন্দর সড়কে বাঁচতে শেখার গেটের সামনে পৌঁছলে নাসির ও রেজাউল সব ৫/৬ জন প্রাইভেট কারে এসে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় তারা রাস্তার উপর পড়ে গেলে প্রাইভেট দিয়ে চাপা দেয়।পরে হাতুড়ি দিয়ে এলো পাতাড়ী মারপিট করলে তাদের হাত-পা ভেঙে যায়।
জসিম উদ্দিন জানিয়েছেন, তার ওই দুই ভাই সন্ত্রাসীদের নিয়ে তাদেরকে হত্যা চেষ্টা চালায়। তখন স্থানীয় লোকজন ছুটি আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর লোকজন লোকজন তাদের উদ্ধার করার পর আহত দুই ভাইকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে দেন। সাজ্জাদি ওয়ার্ডের ডাঃ ফাতেমা খাতুন জানিয়েছেন, আহত দুজনের অবস্থা খারাপ। হাত পা ফ্যাকচার হয়ে গেছে। #

আরো সংবাদ