যশোর উপশহর লেকপাড় এলাকার বস্তি থেকে উপশহর পুলিশ ফাড়ির আইসি এস আই শাহিন অভিযান চালিয়ে ১৭ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সাজু কে আটক করে।
আটক সাজ্জাদ হোসেন সাজু উপশহর দিঘির পাড় বস্তির আব্দুর রাজ্জাকের ছেলে তার বিরুদ্ধে ২ টি মাদক মামলা আছে।
উপশহর পুলিশ ফাড়ির আইসি এসআই শাহিন জানান টহল ডিউটি চলাকালীন গোপন তথ্যের ভিত্তিতে দিঘির পাড় এলাকার বস্তির ভিতরে একটি পরিতক্ত দোকানের সামনে দাঁড়ানো মাদক ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সাজুকে আটক করেন,সাজুর দেহ তল্লাশি চালিয়ে তার হাতের মুটের ভিতরে পলেথিনে মোড়ানো অবস্থায় ১৭ পিছ ইয়াবা সহ সাজুকে আটক করে। জব্দকৃত ১৭ পিছ ইয়াবার আনুমানিক মুল্য ৫১০০ টাকা, সাজুর বিরুদ্ধে এসআই শাহিন বাদী হয়ে মাদক বিরোধী আইনে যশোর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।