আজ - বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৭:০৭

যশোর জেনারেল হাসপাতালে আরও ৭ মৃত্যু

যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচ জন রেড জোনে ভর্তি ছিলেন। উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী দুই জন ছিলেন ইয়েলো জোনে। 

রবিবার (২৫ জুলাই) সকালে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে ভর্তি রয়েছেন ১১৫ ও ইয়েলো জোনে ৩৬ জন।  

এদিকে, গত ২৪ ঘণ্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২১৫টি নমুনা পরীক্ষা করে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরো সংবাদ