আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৩৬

যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা মারা গেছেন

যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের যশোর ব্যুরো প্রধান মিজানুর রহমান তোতা (৬৬) মারা গেছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মিজানুর রহমান তোতার ছেলে সাহেদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।’

মিজানুর রহমান তোতা ৪৬ বছর ধরে সাংবাদিকতা করছেন। তিনি তিন বার যশোর প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতার ওপর তার লেখা ‘মাঠ সাংবাদিকতা’ ও ‘তবিত বিবেক’ নামের দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->