আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৫৩

যশোর শিক্ষাবোর্ডের সিবিএ সাধারণ সম্পাদক বাবলু’র দেহে মিলেছে করোনার অস্তিত্ব

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড শাখা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সিবিএ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু করোনায় আক্রান্ত হয়েছেন।

বর্তমানে তিনি রাজধানীর মগবাজার আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার করোনা টেস্টের রিপোর্টে তার ফলাফল পজেটিভ এসেছে বলে তিনি নিজে মোবাইল ফোনে নিশ্চিত করেন।


তিনি জানান, শ্বাসকষ্ট, ঠান্ডা ও জ্বরে আক্রান্ত হয়ে গত শনিবার তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসকরা তাকে করোনা টেস্টের জন্য নমুনা নিয়ে আইসোলোশনে রাখেন। শ্বাসকষ্ট বেড়ে গেলে রবিবারে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন।


উন্নত চিকিৎসার জন্য পারিবারিক সিদ্ধান্তে তিনি রাজধানীর মগবাজার আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছেন। সুস্থতা কামনা করে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

আরো সংবাদ