আগামীকাল রোববার (৬ সেপ্টেম্বর) শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন। করোনার কারণে এই অধিবেশনের মেয়াদও সংক্ষিপ্ত হবে। অধিবেশন শুরু হবে বেলা ১১টায়। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন কত কার্যদিবস চলবে তা কার্যউপদেষ্টা কমিটির সভায় সিদ্ধান্ত হবে। অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
এর আগে সর্বশেষ ৯ জুলাই চলতি অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হয়েছিল। ওই অধিবেশনের মেয়াদ ছিল ৯ দিন। সাংবিধানিক বাধ্যবাধকতায় এক অধিবেশনের শেষ ও আরেক অধিবেশনের শুরুর মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেয়ার সুযোগ নেই। সেই হিসেবে ৭ সেপ্টেম্বরের মধ্যে অধিবেশনে বসতে হবে।