আজ - বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১০:৩৫

যশোর মুক্ত দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজ যশোর মুক্ত দিবস পালিত হয়েছে। বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর। ১৯৭১ সালের এদিনে বাংলার বীর সন্তানেরা  জেলাটিকে হানাদার মুক্ত করতে সক্ষম হয় ।
আজ শুক্রবার সকালে শহরের বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচী শুরু হয়।সকাল ১০টায় যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য , জেলা আওয়ামীলীগের সহ -সভাপতি মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক মো: শাহারুল ইসলাম, শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু ,যশোর জেলা কৃষকলীগের সহ সভাপতি আব্দুল মতলেব বাবু , জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সভাপতি ,সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান পুষ্পস্তবক অপর্ণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এরপর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়।

শ্রদ্ধানিবেদন শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বকুলতলার ম্যুরালে গিয়ে শেষ হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত