আজ - রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:২৫

রামনগরে ফুটবল টুর্নামেন্টে জয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করলেন লাইফ।

ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের জাগ্রত যুব সংঘের উদ্যোগে ০৮ দলীয় মিনি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ভাটপাড়া দাখিল মাদ্রাসা মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কামালপুর মধ্যপাড়া ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে ভাটপাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন যশোর জেলা তরুণ লীগের যুগ্ম-আহবায়ক রামনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাহমুদ হাসান লাইফ।

জাগ্রত যুব সংঘের সভাপতি নিয়ামত হোসেন মিলনের সভাপতিত্বে ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন জাগ্রত যুব সংঘের সাধারণ সম্পাদক আরিফ হোসেন। এসময় আরও  উপস্থিত ছিলেন ০৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা আলতাফ হোসেন, রামনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম -আহবায়ক নিতাই অধিকারী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান লাইফ বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।

ম্যাচটির দ্বিতীয় ভাগে ভাটপাড়া ফুটবল একাদশ প্রথম গোলটি করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত