আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৮:৩৬

রুশ সীমান্তে মস্কোর হামলার দাবি প্রত্যাখান কিয়েভের

ইউক্রেন ও রাশিয়ার মধ্যবর্তী সীমান্ত বরাবর কিয়েভ বাহিনী হামলা চালিয়েছে বলে মস্কো যে দাবি করেছে তা ইউক্রেন বৃহস্পতিবার প্রত্যাখান করেছে। সেখানে এক হামলায় সাতজন আহত হয়েছে বলে রাশিয়া জানায়। খবর এএফপি’র।
সামাজিক যোগযোগ মাধ্যমে দেয়া ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের এক বিবৃতিতে রাশিয়ার এমন অভিযোগের স্থলে দেশটিতে ‘ইউক্রেন বিরোধী মনোভাব’ জোরদারে তাদের নিজ ভূখন্ডে ‘সন্ত্রাসী হামলা’ মঞ্চস্থ করায় মস্কোকে দায়ী করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, ‘রাশিয়ার সীমান্তে বারবার সন্ত্রাসী হামলা হয়। আর এ সব হামলার ক্ষেত্রে রাশিয়ার নেতৃত্ব ইউক্রেনের নাশকতাকে ও বিভিন্ন গোয়েন্দা গ্রুপকে দায়ী করে।’
এর আগে, রাশিয়া গোলাবর্ষণে আটজন আহত হওয়ার খবর জানানোর পর দেশটির দক্ষিণাঞ্চলীয় ব্রিয়নস্ক অঞ্চলের একটি শহরে বোমা হামলা চালাতে হেলিকপ্টার পাঠানোয় ইউক্রেনকে দায়ী করে মস্কো।

আরো সংবাদ