আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১০:১৬

রূপদিয়ায় গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

রূপদিয়া (যশোর) প্রতিনিধি।। যশোর সদর উপজেলার রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি জোনে ৪৯তম গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার  অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালক ও বালিকা উভয় দলে জয় লাভ করে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি।
উক্ত খেলায় রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমীর সভাপতি এ্যাড. মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার তুলে দেন যশোর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মাহমুদ হোসেন, আমবটতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মুন্সী মেহেরুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান,রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ, রূপদিয়া শহীদস্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর,শাঁখারী গাতী এম,এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদসহ প্রমুখ।

আরো সংবাদ