২৫ বা তার চেয়ে কম রানে প্রথম পাঁচ উইকেট পতনের পর ষষ্ঠ বা তার নীচের জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনই গড়েছিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও লিটন দাস। প্রথম দিন শেষে ২৫৩ রানে অবিচ্ছিন্ন ছিলেন তারা।
অবশেষে ২৫ বা তার চেয়ে কম রানে প্রথম পাঁচ উইকেট পতনের পর ষষ্ঠ বা তার নীচের জুটিতে মুশফিক ও লিটনের সর্বোচ্চ রানের রেকর্ডটি ২৭২ রানে থামলো।
এই রেকর্ড গড়ার পথে প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের এনক্রুমার বোনার ও জশুয়া ডি সিলভার রেকর্ড ভাঙ্গেন মুশফিক ও লিটন। ২০২১ সালে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে ১৮ রানে ৬ উইকেট পতন হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজের। এরপর সপ্তম উইকেটে ১০০ রান যোগ করেছিলেন বোনার ও ডি সিলভা।
বোনার ও ডি সিলভার আগে এমন রেকর্ডের মালিক ছিলেন পাকিস্তানের ওয়ালিস ম্যাথিয়াস ও সুজাউদ্দিন। ১৯৫৯ সালে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ২২ রানে ৫ উইকেট হারিয়েছিলো পাকিস্তান। এরপর ষষ্ঠ উইকেটে ৮৬ রান যোগ করেন পাকিস্তানের ম্যাথিয়াস ও সুজাউদ্দিন।
জুটি পতন জুটির রান বছর
মুশফিকুর-লিটন (বাংলাদেশ) ২৪/৫ ২৭২ ২০২২
এনক্রুমার বোনার-জশুয়া ডি সিভা (ওয়েস্ট ইন্ডিজ) ৬/১৮ ১০০ ২০২১
ওয়ালিস ম্যাথিয়াস ও সুজাউদ্দিন (পাকিস্তান) ২২/৫ ৮৬ ১৯৫৯
ওয়েভেল হাইন্ডস-রিডলি জ্যাকবস (ওয়েস্ট ইন্ডিজ) ২২/৫ ৭৫ ২০০০