লক্ষ্মীপুর-২ এর সাবেক সংসদ সদস্য পাপুলের আসনের উপনির্বাচনে অংশ নিবে না বিএনপি। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন নুর উদ্দিন চৌধুরী নয়ন। মহাজোটের অংশীদার জাতীয় পার্টি থেকে প্রার্থী মনোনয়ন পাওয়া সম্ভবনা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। নির্বাচন সুষ্ঠু হবে না এমন শংকা জানিয়ে এতে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু বলেন, নির্বাচন এ সরকারের আমলে কোনো দিনই সুষ্ঠু হবে না। ফলে নির্বাচনে অংশ নেয়ার কোনো মানে হয় না। অন্যদিকে মনোনয়ন না পেয়ে মহাজোটের শরিক দল জাতীয় পার্টি এ আসনে একক প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে। জাতীয় পার্টির লক্ষ্মীপুর জেলা সভাপতি এমআর মাসুদ এ তথ্য নিশ্চিত করেছনে।
তবে জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ নাজিম উদ্দিন জানিয়েছেন, ভোট সুষ্ঠু করতে চলছে সব ধরনের প্রস্তুতি। গত ২২ ফেব্রুয়ারি কুয়েতে দণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়। ৩ মার্চ এ আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১১ এপ্রিল এ আসনে অনুষ্ঠিত হবে ভোট।