আজ - বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৭:০৩

লস অ্যাঞ্জেলসে বন্দুকের গুলিতে নিহত ২, আহত ৪

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস নগরীতে রোববার বিকেলে এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত  চারজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
লস অ্যাঞ্জেলস কাউন্ট্রি শেরিফ বিভাগের এক সতর্ক বার্তায় বলা হয়, ব্লাকলে এভিনিউয়ের ১২২০০ নম্বর ব্লকে স্থানীয় সময় ৪ টা ১৩ মিনিটে (গ্রিনিচ মান সময় ২০১৩ টা) এ হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই পুরুষ নিহত হন।
শরিফের বিভাগ জানায়, সেখানে বন্দুক হামলায় আহত আরো চারজনকে পার্শ্ববর্তী হাসপাতালে নেয়া হয় এবং এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের শারিরীক অবস্থা জানা যায়নি।
তারা জানায়, এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

আরো সংবাদ